উত্তরদিনাজপুর

পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে বাড়ি বাড়ি ঘুরে নির্বাচনের প্রচারে নামলো কংগ্রেস দল

 বুধবার থেকে উত্তর দিনাজপুর জেলার ২৭ আসন বিশিষ্ট  রায়গঞ্জ পুরসভা নির্বাচনের জোরদার প্রচারে  নামলো কংগ্রেস দল। পুরসভার ২৭ টি আসনের মধ্যে কংগ্রেস ১৮টি এবং সি পি আই এম ৯ টি আসনে প্রার্থী দিয়েছে। পুরসভার বিদায়ী চেয়ারম্যান তথা দলের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত ও কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সীর নেতৃত্বে কয়েকশো কর্মী সমর্থক নিয়ে বুধবার  পুরসভার ১ থেকে ৭ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করল কংগ্রেস দল।  এবারের রায়গঞ্জ পুরসভার নির্বাচনে  কংগ্রেস ও সি পি এম এক  সাথে জোট গড়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।   এদিকে নির্বাচনের দিন ঘোষনা হবার পর ৫  জন কংগ্রেস কাউন্সিলর দলত্যাগ করে তৃনমূল কংগ্রেসে যোগদান করলে বিপাকে পরে কংগ্রেস দল। প্রার্থী দিতে হিমশিম খেতে হয়। পরে সি পি আই এম এর সাথে জোট গড়ে ১৮ টি আসনে প্রার্থী দেয় তারা। কংগ্রেস শীর্ষনেতৃত্ব দীপা দাসমুন্সী ও রায়গঞ্জের বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের নেতৃত্বে পুনরায় রায়গঞ্জ পুরবোর্ড দখলের জন্য আজ থেকে জোরদার প্রচার শুরু করল জাতীয়তাবাদী কংগ্রেস দল। প্রচারে উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সী, কংগ্রেস প্রার্থী আল্পনা পাল সহ বহু কংগ্রেস সমর্থক।